Sl. | Info | Details | |
---|---|---|---|
1 | পিকনিকের তারিখ সাময়িক স্থগিত |
জুম মিটিং এ সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত পিকনিকের তারিখ সাময়িক স্থগিত ঘোষণা করা হলো।
আজ ৩০ মার্চ ২০২১খ্রি.
এতদ্বারা হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (HEAB) এর সকল সদস্য ও সদস্যাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এর ব্যাপক হারে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপনের প্রতি শ্রদ্ধাশীল ও পিকনিকে অংশগ্রহণকারীর সকল সদস্যদের সু-স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে আজ ৩০ মার্চ ২০২১খ্রি. সকাল-৯.০০ঘটিকায় সময় জুম মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত আগামী ২ এপ্রিল ২০২১খ্রি. তারিখে "১ম বার্ষিক সাধারণ সভা, গুণীজন সম্মাননা ও পিকনিক-২০২১" এ পরবর্তী তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত সাময়িক স্থগিত ঘোষনা করা হলো।
উল্লেখ্য যে, কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করে সরকার কর্তৃক নির্দেশিত বিধিনিষেধ শিথিল হলে পরবর্তী পিকনিকের তারিখ নির্ধারণ করে সকলকে নোটিশের মাধ্যমে জানানো হবে।
ইঞ্জি. সবুজ চাকমা
সদস্য সচিব
কেন্দ্রীয় আহবায়ক কমিটি
হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।।
|
|
2 | বার্ষিক সাধারণ সভা ও পিকনিক" সংক্রান্ত নোটিশ |
আজ ৮ মার্চ ২০২১খ্রি.
এতদ্বারা হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (HEAB) সকল সদস্য ও সদস্যাদের সদয় জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গতকাল ৭ মার্চ ২০২১খ্রি. ৭.০০টায় Zoom App's মিটিং সিদ্ধান্ত ও ঘোষিত
"বার্ষিক সাধারণ সভা ও পিকনিক" এ মূল আয়োজক কমিটি ও জেলা ভিত্তিক উপ-কমিটির তালিকা সমূহ দেওয়া হলো-
#HEAB বার্ষিক সাধারণ সভা ও পিকনিক।
#স্থান- খাস্রাং রিসোর্ট, আলুটিলা পর্যটন, খাগড়াছড়ি।
#তারিখ- ২ এপ্রিল ২০২১খ্রি. শুক্রবার
#নিবন্ধন ফি- ১০০০/- (একজন) ও ১৫০০/- (সহধর্মিণীসহ বাচ্চা ফ্রি)
#জমা শেষ তারিখ- ৩০ মার্চ ২০২১খ্রি.
#সরাসরি নিবন্ধন ফি পাঠানো যাবে-
১.বিল্টু চাকমা-০১৮২০৩৫৩৫৬২(নগদ পারসোনাল)
২.সবুজ চাকমা-০১৮৪৯১৪৩০১৪(বিকাশ পারসো.)
৩. সুমিত চাকমা চুংকু -০১৮১৭১৮১৩৯৪ (নগদ ও বিকাশ পারসোনাল)
৪.রনেন চাকমা-০১৮২০৩২৮৬৬৬(বিকাশ পারসোনাল)
৫. জেমিন চাকমা-০১৮১৮০৮৪১৮৬ (নগদ ও বিকাশ পারসোনাল) ও ০১৮১৮০৮৪১৮৬৩ (রকেট)
বি:দ্র: পাঠানোর আগে ফোন দিয়ে নিশ্চিত করুন।
#১৫ (পনেরো) সদস্য বিশিষ্ট মূল আয়োজক কমিটি-
১. আহবায়ক - বিল্টু চাকমা
২. যুগ্ম আহবায়ক - সবুজ চাকমা
৩. সদস্য সচিব - সুমিত চাকমা চুংকু
৪. কোষাধ্যক্ষ - রনেন চাকমা
৫. সহ- কোষাধ্যক্ষ - জেমিন চাকমা
৬. সদস্য - রাতুল চাকমা
৭. সদস্য - আকিহিতো চাকমা
৮. সদস্য- সুশোভন চাকমা
৯. সদস্য- কমল কিরণ চাকমা
১০. সদস্য- সুপন চাকমা
১১. সদস্য- রূপম চাকমা
১২. সদস্য - অভি চাকমা
১৩. সদস্যা- টুটুলী চাকমা
১৪. সদস্যা- কলি চাকমা
১৫. সদস্যা- পপি চৌধুরী
#রাংগামাটি জেলা উপ-কমিটি
১. আহবায়ক - মিন্টু চাকমা
২. যুগ্ম আহবায়ক- পুষ্প ধন চাকমা
৩. সদস্য সচিব - পূর্ণ জ্যোতি চাকমা
৪. সদস্য- জ্যোতি বসু তঞ্চঙ্গ্যা
৫. সদস্য- রনেল চাকমা
৬. সদস্য- মৃদুময় চাকমা
৭. সদস্য- শুভাশীষ চাকমা
#চট্টগ্রাম উপ-কমিটি
১.আহবায়ক- মোহিনী রঞ্জন চাকমা
২. যুগ্ম আহবায়ক - দোয়াল চাকমা
৩. সদস্য সচিব - রিপন চাকমা (পাম্পু)
৪. সদস্য - রাজেশ চাকমা
৫. সদস্য- জনি চাকমা
৬. সদস্য - ইতু চাকমা
৭. সদস্য - সিজন চাকমা
#ঢাকা উপ-কমিটি
১. আহবায়ক - মনান্তর চাকমা
২. যুগ্ম আহবায়ক - নিংরাধন চাকমা
৩. সদস্য সচিব - সৌমেন চাকমা
৪. সদস্য - উষাতন চাকমা
৫. সদস্য - জেনি চাকমা
৬. সদস্য- প্রতীম চাকমা
৭. সদস্য - ভবেশ চাকমা
উল্লেখ্য যে, বার্ষিক সাধারণ সভা ও পিকনিক সাথে প্রকৌশলীদের মধ্যে হতে গুণিজন সংবর্ধনা দেওয়া হবে।
|
|
3 | HEAB "বার্ষিক সাধারণ সভা ও পিকনিক" বাস্তবায়নের লক্ষ্য উপ-কমিটি গঠন |
আজ ১০ মার্চ ২০২১খ্রি.
হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(HEAB) এ "বার্ষিক সাধারণ সভা ও পিকনিক" বাস্তবায়নের লক্ষ্য আজ বিকালে HEAB কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব বাবু ইঞ্জি. সবুজ চাকমার অফিস কক্ষে এক জরুরি আলোচনা সভা করা হয়।
উক্ত আলোচনা সভায় মূল আয়োজক কমিটিকে সহযোগিতা করার জন্য কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।
#অতিথি অভ্যর্থনা ও আপ্যায়ন উপ-কমিটি-
১. আহবায়ক-যত্ন মানিক চাকমা
২. সদস্য- বিল্টু চাকমা
৩. সদস্য -সবুজ চাকমা
৪. সদস্য- সুমিত চাকমা চুংকু
৫. সদস্য- প্রিয়দর্শী চাকমা
#পুরস্কার ও র্যাফেল ড্র ক্রয় উপ-কমিটি-
১.আহবায়ক -কমল কিরণ চাকমা
২. সদস্য - রূপম চাকমা
৩. সদস্য- রনেন চাকমা
৪. সদস্য- জেমিন চাকমা
৫. সদস্য- আকিহিতো চাকমা
#সাংস্কৃতিক ও সাউন্ড সিস্টেম উপ-কমিটি-
১. আহবায়ক- রাজেশ চাকমা
২. সদস্য- উৎপল চাকমা
৩. সদস্য- জেমিন চাকমা
৪. সদস্য- সুমিত চাকমা চুংকু
৫. সদস্য - রাতুল চাকমা
#লাকী কুপন বিক্রি ও ড্র উপ-কমিটি
১.আহবায়ক - আকিহিতো চাকমা
২. সদস্য- কেমি চাকমা
প্রয়োজনে আরো কিছু সদস্য দেওয়া হবে।
#খাবার ব্যবস্থাপনা ও তদারকি উপ-কমিটি
১. আহবায়ক- সুশোভন চাকমা
২. সদস্য - মনি মুকুল চাকমা
৩. সদস্য - সুমিত্র চাকমা
৪. সদস্য - কমল কিরণ চাকমা
#HEAB সদস্য ফরম বিতরণ, পিকনিক রেজিষ্ট্রেশন ও টি-শার্ট বিতরণ উপ-কমিটি
১. আহবায়ক- সুমিত্র চাকমা
২. সদস্য - অভি চাকমা
৩. সদস্য- পারুল চাকমা
৪. সদস্য- টুটুলী চাকমা
#খেলা-ধূলা পরিচালনা উপ-কমিটি
১. ছেলেদের জন্য - হাঁড়ি ভাঙা
২. মেয়েদের জন্য - মিউজিক্যাল বল
৩. শিশুদের জন্য - ভারসাম্য দৌড়
বি.দ্র: পিকনিক অংশগ্রহণকারী হতে ক্রীড়া বিষয়ে অভিজ্ঞদের দায়িত্ব পালন করতে হবে।
#অনুষ্ঠান পরিচালনা উপ-কমিটি
১. আহবায়ক- জেমিন চাকমা
২. সদস্য - পপি চৌধুরী
#অনুষ্ঠান সূচী-
তারিখ- ২ এপ্রিল ২০২১খ্রি.শুক্রবার
স্থান: খাস্রাং রিসোর্ট, আলুটিলা পর্যটন, খাগড়াছড়ি।
সকাল- ১০.০০টায় : সমাগম/জমায়েত।
সকাল- ১০.১০টায় : খেলা-ধূলা।
সকাল- ১১.০০টায় : আলোচনা সভা।
দুপুর- ১২.০০টায় : সংর্বধনা, কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও শপথ বাক্য পাঠ।
দুপুর- ১২.৩০ টায় : সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু।
বেলা-১.০০টায় : মধ্যহ্ন ভোজ।
বেলা-২.৩০টায় : খেলা-ধূলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও লাকী কূপন ড্র।
বিকাল- ৩.০০টায় : অনুষ্ঠান সমাপ্ত।।
HEAB "বার্ষিক সাধারণ সভা ও পিকনিক" সফল করতে উপ-কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দকে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
এছাড়াও পিকনিকে অংশগ্রহণকারী সকলকে নির্দিষ্ট স্থানে যথা সময়ে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য একান্ত ভাবে কামনা করছি।
|
|
4 | খসড়া গঠনতন্ত্র বিষয়ে মতামত প্রদান |
সম্মানিত প্রকৌশলীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামি ০২-০৪-২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ শুক্রবার এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা ও পিকনিক-২০২১ খাগড়াছড়িস্থ খাস্রাং রিসোর্ট,আলুটিলাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সভায় এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুমোদন করার প্রক্রিয়া হিসেবে সকল সদস্যদের কাছে মতামত চাওয়া হচ্ছে। গঠনতন্ত্রের ছবি সংযুক্ত করা হল। ইতিপূর্বে পিডিএফ কপি সংযুক্ত করা হয়েছে। মতামত প্রদানের নিয়মাবলীঃ
১) যে কোন ধারা সম্পর্কে মতামত প্রদানের ক্ষেত্রে ধারার নং সুস্পস্থভাবে উল্লেখ করতে হবে।
২) লিখিতভাবে ও স্বাক্ষর করে মতামত নিম্নের মেইলে পাঠাতে হবে sabujrhd@gmail.com
৩) আগামি ২৫/০৩/২০২১ তারিখের মধ্যে মতামত প্রেরণ করতে হবে।
|
|
5 | সকল ইঞ্জিনিয়ারদের পরিচিতির লক্ষ্যে "জরিপ" এ তথ্য প্রেরণ প্রসঙ্গে |
আজ ২৯ ডিসেম্বর ২০২০খ্রি.
হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (HEAB) এর সকল সদস্য-সদস্যাদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির পক্ষ থেকে আগাম ২০২১ সালের নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর দুইদিন পর পুরনো বছর ২০২০ সালটি বিদায় নিবে।
নতুন বছরের নব দিগন্তে, নতুন আলোয়, নতুন উদ্দীপনায়, নতুন উদ্যোগে ২০২১ সালে সকল ইঞ্জিনিয়ার ভাই-বোনদের সাথে নিয়ে HEAB এগিয়ে যেতে চাই। আমাদের HEAB সম্মানিত সদস্য-সদস্যাগণ সারা দেশে ও বিদেশে সরিয়ে ছিটিয়ে রয়েছেন। আমরা এখনো অনেক ইঞ্জিনিয়ার ভাই-বোনদের সাথে অপরিচিত।
তাই কেন্দ্রীয় আহবায়ক কমিটির HEAB প্রাথমিক সদস্য সংগ্রহ ও সকল ইঞ্জিনিয়ারদের পরিচিতির লক্ষ্য নিয়ে "জরিপ" করার উদ্যোগ নেওয়া হয়। প্রত্যেকে কমেন্ট বক্সে সিরিয়াল নম্বর অনুযায়ী নিন্মলিখিত তথ্যাদি প্রেরণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য, সিরিয়াল নম্বরটি যিনি আগে তথ্য প্রেরণ করবেন তিনি ০১. এর পরের জন ০২. এ ভাবে সিরিয়াল নং দিতে হবে। সকল তথ্য ডাটাবেইজ আকারে কেন্দ্রীয় কমিটির নিকট সংরক্ষণ করা হবে।
ব্যক্তিগত তথ্য সমূহ -
#নাম-
#শিক্ষাগত যোগ্যতা-(ডিপ্লোমা/বিএসসি) ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম-
#বর্তমান কর্মরত প্রতিষ্ঠানের পদ ও নাম- (বেকার হলে বেকার লিখতে হবে)
#স্থায়ী ঠিকানা-
#বর্তমান ঠিকানা -
#রক্তের গ্রুপ-
#মোবাইল নম্বর ও ই-মেইল
উপরোক্ত তথ্যাদি কমেন্ট বক্সে সকলকে প্রেরণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
শুভেচ্ছান্তে-
কেন্দ্রীয় আহবায়ক কমিটি
HEAB.
|
Click here |
সভাপতির শুভেচ্ছা বানী
বাংলাদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা....
বিস্তারিত