HEAB দ্বিতীয় পর্যায়ে শীতবস্ত্র ও মাস্ক বিতরণঃ





আজ ২৯ জানুয়ারি ২০২১খ্রি.
হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (HEAB) পূর্ব ঘোষিত সময় সূচী মোতাবেক শীতার্তদের মাঝে আজ দ্বিতীয় পর্যায়ে খাগড়াছড়ি সদর উপজেলা ও দীঘিনালা উপজেলায় "শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক" বিতরণ করা হয়।
১. খাগড়াছড়ি সদর উপজেলায়, সদ্য আগুনে পুড়ে যাওয়া ধর্মঘর এলাকায় "আড়াই মাইল ধর্ম রক্ষিত বৌদ্ধ বিহার এ শীতবস্ত্র (কম্বল), মাস্ক ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
২. দীঘিনালা উপজেলায়, নয় মাইল ত্রিপুর এলাকায় " নয় মাইল নিন্ম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঐ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবু হিরোলাল ত্রিপুরা স্যারের সহযোগিতায় দীঘিনালা উপজেলায়, মেরুং ইউনিয়নে দুর্গম রথিচন্দ্র কার্বারী পাড়া, তপন কার্বারী পাড়া, মিলন কার্বারী পাড়া ও সীমানা পাড়া শীতার্তদের মাঝে HEAB পক্ষ থেকে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।
পরে HEAB শীতবস্ত্র ও মাস্ক বিতরণের টিমটি দীঘিনালা উপজেলায়, বানছড়ায় HEAB সম্মানিত সদস্য ইঞ্জি. জেনুইন চাকমার শুভ বিবাহের আমন্ত্রণে অংশ গ্রহণ করা হয়।
৩. বিবাহ অনুষ্ঠান থেকে ফিরার পথে বানছড়া বৌদ্ধ বিহার এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
৪. সর্বশেষ বানছড়া এলাকায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার মাধ্যমে আজকের কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
আজকের শীতবস্ত্র ও মাস্ক বিতরণ টিমে যারা ছিলেন-
১. ইঞ্জি. সবুজ চাকমা, সদস্য সচিব, কেন্দ্রীয় আহবায়ক কমিটি।
২. ইঞ্জি. সুমিত চাকমা চুংকু, যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় আহবায়ক কমিটি।
৩. ইঞ্জি. কমল চাকমা, এলজিইডি, খাগড়াছড়ি সদর।
৪. শিক্ষক -জেমিন চাকমা, যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় আহবায়ক কমিটি।
৫. শিক্ষক - আকিহিতো চাকমা, সদস্য, কেন্দ্রীয় আহবায়ক কমিটি।।