সভাপতির শুভেচ্ছা বানী
বাংলাদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত (বিভাগ, সংস্থা, প্রতিষ্ঠান) দপ্তরে কর্মরত ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত প্রকৌশলীগণ যারা প্রত্যেকে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা তারা একটি বিশেষ সভার মাধ্যমে সম্মিলিত হয়ে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সৌভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণের মাধ্যমে পার্বত্য এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন তথা আদর্শ সমাজ গঠনে সহায়ক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দৃপ্ত প্রত্যয়ে ২০২০ সালে এই হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আত্মপ্রকাশ ঘোষণা করেন। এটি একটি অরাজনৈতিক প্রকৌশলী পেশাজীবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠনটি গরীব ও অসহায় মানুষদের পাশে মানবিক সহায়তা দিয়ে আসছে। মূলত এই সংগঠন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যদের এগিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হিসেবে কারিগরি শিক্ষাগ্রহণকে প্রাধান্য দেয়া এবং উৎসাহী ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে স¦াবলম্বী করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। দেশে-বিদেশে অবস্থানরত প্রতিষ্ঠিত প্রকৌশলীদের সাথে যোগাযোগ এবং সু-সম্পর্ক স্থাপনের মাধ্যমে আগ্রহী ও সম্ভাবনাময়ী প্রকৌশলীদের উচ্চ শিক্ষা ও চাকুরীপ্রাপ্তির ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা। তিন পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরা এবং আগ্রহী ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষালাভে ও প্রয়োজনে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা প্রদান করা। গরীব অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষালাভে আর্থিক সহায়তা প্রদান করা।বয়স্ক, দু:স্থ, অবসরপ্রাপ্ত প্রকৌশলীদের খুঁজে বের করে তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা এবং প্রয়োজনে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা।
সর্বোপরি সকল প্রকৌশলী ভাইদের সার্বিক সহযোগিতায় পার্বত্য এলাকার বৃহত্তর অরাজনৈতিক প্রকৌশলী পেশাজীবী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারবো বলে আশা ব্যক্ত করছি।
ইঞ্জি. পিন্টু চাকমা
সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ
সভাপতির শুভেচ্ছা বানী
বাংলাদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা....
বিস্তারিত