দ্বিতীয় পর্যায়ে "শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক" বিতরণ





আজ ২৪ জানুয়ারি ২০২১খ্রি.
এতদ্বারা হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (HEAB) খাগড়াছড়িতে অবস্থানরত সকল সদস্যদের সদয় জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী
২৯ জানুয়ারি ২০২১খ্রি. শুক্রবার, খাগড়াছড়ি জেলার, দীঘিনালা উপজেলায়, ১নং মেরুং ইউনিয়নে,
১নং ওয়ার্ডে - ১. রথিচন্দ্র কার্বারী পাড়া,
২. তপন কার্বারী পাড়া, ৩. মিলন কার্বারী পাড়া ও
৪. সিমানা পাড়াসহ চারটি দুর্গম পাহাড়ি গ্রামে
দ্বিতীয় পর্যায়ে "শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক"
বিতরণ করা হবে।
এছাড়াও একই তারিখে দীঘিনালা বানছড়া গ্রামে HEAB সম্মানিত সদস্য বাবু ইঞ্জি. জেনুইন চাকমার শুভ বিবাহ আমন্ত্রণে অংশগ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, এতদিন খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন ও নানা কাজের ব্যস্থতায় শীতবস্ত্র ও মাস্ক বিতরণ কিছুটা বিলম্বিত হয়েছে। এর পরবর্তী পদক্ষেপ খাগড়াছড়ি জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে সাথে নিয়ে গুইমারা অনাথ আশ্রমে বিতরণ করা হবে।
অতএব, উক্ত ২৯ জানুয়ারি ২০২১খ্রি. দীঘিনালা "শীতবস্ত্র ও মাস্ক" বিতরণ কর্মসূচী অংশগ্রহণের ইচ্ছুক সকলকে ইঞ্জি. সবুজ চাকমা ও ইঞ্জি. সুমিত চাকমা (চুংকু) সাথে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে-
শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক বিতরণ উপ-কমিটি
হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (HEAB).